জাতিসংঘের স্বীকৃতিতে প্রতিবছর ২১শে জুন পালিত হয় আন্ত:জাতিক যোগ দিবস। এ দিবসটিতে ভারত প্রতিনিধিত্ব করে থাকে সারা বিশ্বে। ভারতীয় দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান এবং যোগ দিবসের বিভিন্ন কর্মকান্ড। করোনার এই মহামারিতে বিশ্ব যেখানে স্তব্ধ সেখানে এবারও মোদি সরকার বসে নাই। এ দিবসটি পালন করতে তারা বিভিন্ন দূতাবাসের মাধ্যমে বিশ্বের প্রায় প্রতিটি দেশে পালন করতে যাচ্ছে।
এবার "My life my Yoga" ডিজিটাল প্রদ্ধতিতে আয়োজন করা হয়েছে এ দিবসটির তাৎপর্য। আয়োজন করা হয়েছে ভিডিও ব্লগিং প্রতিযোগিতা। দিবসটির কর্মকান্ড উপরের ছবিতে তুলে ধরা হলো। অনুর্ধ্ব ১৮ বছরের ছেলে মেয়ে অংশগ্রহন করতে পারবে এ প্রতিযোগিতায়। অংশগ্রহনের শেষ সময় ১৫ জুন ২০২০ সময় ১১:৫০ পি এম।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com