ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার একদিনেই ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একইদিনে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৩৮ জন। শনিবার হঠাৎ করে মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আবারো নতুন করে চিন্তিত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইতোমধ্যে দেশটির বিশেষজ্ঞরা চলমান জরুরী অবস্থার সময়সীমা ১৫ অক্টোবর থেকে বাড়িয়ে চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার উপদেশ দিয়েছেন। তবে নতুন করে আবারো লকডাউনে না যাবার কথাও বলেছেন এসব বিশেষজ্ঞরা।
তারা বলছেন, ‘ইউরোপের অর্থনৈতিক শক্তিশালী দেশ ইতালির অর্থনীতিকে পুনরায় চাঙ্গা করতে নতুন করে লকডাউনে যাবার কোন সুযোগ নেই ইতালির। নতুন করে পুরো ইতালিকে লকডাউন করা হলে অর্থনৈতিকভাবে চরম মূল্য দিতে হবে ইতালিকে। তাই নতুন করে লকডাউনে না যেয়ে ভিন্নভাবে করোনা মোকাবিলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ দেশটির সরকারের’।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com