শর্ত ভঙ্গ করায় চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা বন্ধ ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল তাহলিমা দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা করা হয়েছে।
মাদরাসাটির মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানিকে অপসারণসহ ৬ দফা দাবিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) মাদরাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আদেশে আরও বলা হয়েছে, ২৪ আগস্ট কওমি মাদরাসাগুলোর কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার জন্য কতিপয় শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়। কিন্তু আরোপিত শর্তগুলো যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় মাদরাসাটি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com