সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সোমবার, ১৫ই বৈশাখ ১৪৩২
সর্বশেষ
 
 
আসছে স্বল্পদৈর্ঘ‍্য চলচ্চিত্র ‘ডায়েরি অব জেনোসাইড’
প্রকাশ: ০৪:২৮ pm ১২-১২-২০২২ হালনাগাদ: ০৪:২৮ pm ১২-১২-২০২২
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


শহীদ বুদ্ধিজীবীদের হত্যার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। 'ডায়েরি অব জেনোসাইড' নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রচনা করেছেন হাসনাত বিন মাতিন। মূল ভাবনায় আমিনুল ইসলাম ইমন। 'ডায়েরি অব জেনোসাইড' পরিচালনা করেছেন সৌরভ কুন্ডু।

আপ স্টুডিওর ব্যানারে নির্মিত এটির প্রযোজনা করেছেন হামিদুল হাসান নবীন। অভিনয় করেছেন রওনক হাসান, পূর্ণিমা বৃষ্টি, জে. আই মোহসান, বিপুল, টিপু, আনিকা তাবাসসুম ও ইমতিয়াজ।

চলচ্চিত্রটির নির্মাতা বলেন,' বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করে এটি নির্মাণ করেছি।বাঙালি জাতিকে মেধাশূণ‍্য করার লক্ষ‍্যে পাকিস্তানিরা এদেশের দেশদ্রোহীদের সহযোগিতায় যে হত‍্যাযজ্ঞ চালায় তারই রেশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ছোট্ট এই কাজের মধ‍্য দিয়ে।'


উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর 'ডায়েরি অব জেনোসাইড' আপ স্টুডিও প্রডাকশন হাউস অ‍্যান্ড পাবলিকেশনের ফেসবুক পেইজ ও ইউটিউব চ‍্যানেলে প্রকাশ পাবে।

এইবেলাডটকম/মভশ

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71