কুড়িগ্রামের উলিপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারটি উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে এবং চরম নিরাপত্তাহীন ভুগছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামে।
জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারপাড়া গ্রামের মোহাম্মদ আলী গং দের সাথে একই গ্রামের আবুল কাশেমের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০ আগষ্ট রাত ৯ টার দিকে মোহাম্মদ আলীর পুত্র তাজুল ইসলাম লেবু, আশরাফুল ইসলাম বাবু, নায়েব আলী, হাছেন আলী ও তার পুত্র আল আমিন মিয়া, ইয়াছিন আলী পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে আবুল কাশেমের বাড়ীতে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় আবুল কাশেমের পুত্র একরামুল ও তার স্ত্রী ইসমোতারা বাঁধা দিলে দূর্বৃত্তরা তাদেরকে বেদড়ক মারপিট ও ভাঙচুর চালিয়ে ৪৪ হাজার টাকা মূল্যের একটি বক্সখাট, একটি ডাইনিং টেবিল, ৪টি প্লাষ্টিকের চেয়ার, ২২ ইঞ্চি ওয়ালটন একটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগী পরিবারটি ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনার প্রতিকার চেয়ে আবুল কাশেমের পুত্র একরামুল হক বাদী হয়ে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অবস্থায় পরিবারটি পালিয়ে বেড়াচ্ছে এবং চরম নিরাপত্তাহীন ভুগছেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com