কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। পৌরসভার ১৮টি কেন্দ্রে সকাল ৮টা হতে থেকে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোট দিচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনে ইতিমধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসন,পুলিশ প্রসাশন ও নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
এ রিপোর্ট লেখা দুপুর ১২টা পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে ৪৫৩ জন পুলিশ, ৩৩ জন র্যাব,৪৫ জন বিজিবি, ০৫ জন ব্যাটালিয়ন আনসার ও ১৮০ জন সাধারণ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সদা প্রস্তুত আছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন । এ ছাড়াও বিজিবি, র্যাবের মোবাইলটিম এবং পুলিশের মোবাইল টিম কাজ করবে।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com