কুড়িগ্রামে করোনা পরীক্ষা কেন্দ্র চালুর দাবীতে উলিপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি উলিপুর উপজেলার শাখার উদ্যোগে পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে কুড়িগ্রামে করোনা পরীক্ষা কেন্দ্র চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা- কুড়িগ্রামে করোনা পরীক্ষা কেন্দ্র চালুর জন্য সরকারের কাছে জোর দাবী জানান।জনগণের উদ্দেশ্যে বক্তারা বলেন,জনসমাগম এড়িয়ে চলুন,সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজেকে মাস্ক পড়ুন এবং অন্যজনকে মাস্ক পড়তে উৎসাহিত করুন।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড ফেরদৌস কবির রানু,সাধারন সম্পাদক কমরেড এড. প্রদীপ কুমার রায়,জেলা কমিটির সহ-সাধারন সম্পাদক কমরেড আখতারুল ইসলাম রাজু, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দেলোয়ার হোসেন প্রমুখ।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com