রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫
রবিবার, ২৭শে মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
করোনা শনাক্তের কিট দিচ্ছেন সাকিব
প্রকাশ: ০৪:৩৮ pm ০৩-০৪-২০২০ হালনাগাদ: ০৪:৩৮ pm ০৩-০৪-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


জনসেবা থেমে নেই সাকিব আল হাসানের। তাঁর ফাউন্ডেশন এবার করোনা শনাক্তকরণ কিট দিচ্ছে।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান। কিন্তু থেমে নেই সাকিবের জনসেবা কার্যক্রম। ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নিয়ে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরই মধ্যে ২ হাজার দুস্থ পরিবারকে সাহায্য করছে এই সংস্থা।

এবার কনফিডেন্স গ্রুপের সঙ্গে এককাট্টা হলো সাকিবের ফাউন্ডেশন। দেশের বড় এই শিল্পগোষ্ঠীর সহায়তায় করোনা শনাক্তকরণ কিট দিতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব আল হাসান। 

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ফ্যান পেজে লেখেন, ‘আমি খুবই গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ “সাকিব আল হাসান ফাউন্ডেশন”–এর সঙ্গে মিলে সর্বমোট ২০ লাখ টাকার একটি তহবিল গঠনে সহায়তা করেছে। এই তহবিল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে করোনা শনাক্তকরণ কিটের ব্যবস্থা করে দেওয়া হবে।’

ভবিষ্যতে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও কনফিডেন্স গ্রুপ মিলেমিশে আরও মানুষের কল্যাণে কাজ করবে বলে আশাবাদী সাকিব, ‘আমি কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

নি এম/
 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71