নিজের পৈত্তিক সম্পত্তিটুকুর জন্য ভূমিদস্যুদের হাতে নৃশংসতার স্বীকার নারী অনামিকা দাস৷ প্রাণপণ লড়ে হয়েছেন রক্তাক্ত! এদেশে রোজকার ঘটে এমন হাজারো নৃশংসতা। তবুও অনামিকারা ঠিকে আছে, লড়ে যাচ্ছে নিয়মমাফিক।
গত রবিবার (১লা নভেম্বর) ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজরের পূর্ব দীঘির যোগীরহাটে৷
জানা যায়, বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যে অনুকুল মাষ্টারের ছেলে রাতন নাথ ও নাতিন মুক্তা দেবীর উপর অর্তকিত ভাবে হত্যার উদ্দ্যেশ্য হামলা করেন ভুমি দস্যু মোঃ রুবেল, মোঃশাকিল মোঃআরমান। এই নিয়ে থানায় মামলা হলেও আসামীদের গেফতার করা হয়নি। এদিকে অসহায় পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com