রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
রবিবার, ১৩ই মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ১১:০৮ pm ১১-০৮-২০২০ হালনাগাদ: ১১:০৮ pm ১১-০৮-২০২০
 
ঝালকাঠি প্রতিনিধি
 
 
 
 


ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজাপুর উপজেলার নৈকাঠি ও গতরাতে নলছিটি উপজেলার রায়াপুর এলাকা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, কক্সবাজার ও টেকনাফ থেকে গত চারমাস ধরে ইয়াবা এনে ঝালকাঠির বিভিন্ন এলাকায় সহবরাহ করত মাদক কারবারিরা। এই খবরের সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ। পুলিশের কাছে খবর আসে, চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকার মাদকের ডিলার ইরফানের কাছ থেকে ইয়াবার একটি চালান নিয়ে রাজাপুরে আসছে মাদক কারবারি কামাল হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের নৈকাঠি এলাকায় গতকাল মধ্যরাত থেকে অবস্থান নেয় পুলিশ। সকালে একটি মোটরসাইকেলে নৈকাঠি এলাকায় এসে পৌঁছায় কামাল হোসেন (৪২) ও সাইফুল ইসলাম আকন (৪৩) নামে দুই মাদক কারবারি। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার ৫১৭ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। গ্রেপ্তার হওয়া কামাল হোসেন চট্টগ্রামের হালিশহর এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও সাইফুল ইসলাম আকন রাজাপুরের গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের মৃত জলিল আকনের ছেলে।

এদিকে সোমবার (১০ আগস্ট) রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর স্ট্যান্ডে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, আরমান হক রাজা (৪০) ও তানিয়া আক্তার (২৫)। এরা দুজনেই ঝালকাঠি শহরের বাসিন্দা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজাপুর ও নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

নি এম/আল-আমিন

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71