সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
সোমবার, ২৫শে অগ্রহায়ণ ১৪৩১
সর্বশেষ
 
 
টিউশন ফি ছাড়া বাড়তি টাকা নেওয়া যাবে না
প্রকাশ: ১১:১৪ pm ১৮-১১-২০২০ হালনাগাদ: ১১:১৬ pm ১৮-১১-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


করোনাভাইরাস পরিস্থিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বুধবার (১৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদফতরের আওতাভুক্ত এমপিওভুক্ত ও এমপিও বিহীন প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের থেকে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবে। অনলাইন ক্লাস অব্যাহত রাখার জন্য শুধু এই ফি নিতে পারবে। এ ছাড়া অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি নিতে পারবে না।

গত ১৮ মার্চের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নিয়ে থাকলে তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করতে হবে।

এ ছাড়া আগামী বছরের শুরুতে যদি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে একই নিয়মে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়মে সব ফি নিতে পারবে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71