ঠাকুরগাঁওয়ে ৪৫ পিচ ইয়াবাসহ সোহেল রানা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার দিনগত রাত সোয়া ১১ টার দিকে শহরের তাঁতীপাড়া এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের নারগুন শাখা অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।
মাদক কারবারি সোহেল রানা ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের অন্তর্গত পূর্ব পারপূগী গ্রামের মৃত: আ: গফুর এর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে ঠাকুরগাঁও পৌরসভাধীন তাঁতীপাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম এর নেতৃত্বে গঠিত একটি চৌকষ টিম। এসময় ইয়াবা বিক্রিরত অবস্থায় সোহেল রানা নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লাশী করলে তার পরনের জিন্সের প্যান্টের পকেট থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম হক। তিনি আরও জানান, ধৃত মাদক ব্যবসায়ী শুধু ইয়াবাই নয় সে ইয়াবার পাশাপাশি দীর্ঘদিন ধরে ফেন্সিডিলও বিক্রি করে আসছে।
নি এম/অন্তর
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com