ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ ৩ বছর বাড়াতে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাবে ঢাকা ওয়াসা বোর্ড।
শনিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকেলে বোর্ডের ৯৭তম বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অনলাইন বিশেষ সভায় এমডির মেয়াদ ৬ষ্ঠ বারের মতো বৃদ্ধির প্রস্তাব পাশ হয়। এখন এ সুপারিশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠাবে ওয়াসা কর্তৃপক্ষ।
বোর্ড সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন। গেলো ১০ সেপ্টেম্বর ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ রশিদ সরকার মারা যান। ২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন প্রকৌশলী তাকসিম এ খান।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com