শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
শুক্রবার, ২৬শে আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
দুর্যোগের সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী: শেখ হাসিনা
প্রকাশ: ০৩:১৭ pm ০৪-১২-২০২২ হালনাগাদ: ০৫:০০ pm ০৪-১২-২০২২
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


চট্টগ্রামে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রোববার (৪ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত  ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের যে কোন দুর্যোগের সময়ে যথাযথ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ।

প্রধানমন্ত্রী আরো বলেন, ৭৫ সালের পর দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। তখন সেনাবাহিনীকে আধুনিকায়ন করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা শান্তি চাই, যুদ্ধ নয়। জাতির পিতাই বলেছেন- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, আমরা তা মেনে চলছি। সেভাবে আমরা আমাদের দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আমাদের সৌভাগ্য যে ২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন হয়েছে। আমরা যেহেতু ২০২১ সালে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছি, সেইভাবে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা আরো উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। আজকের নতুন অফিসাররাই হবে ২০৪১ এর সৈনিক। যারা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে।  

শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য স্থির করে আমাদের সুবর্ণজয়ন্তী ২০২১ সাল পালন করেছি। ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করেছি। 

এইবেলা/মভশ

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71