নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদক ব্যবসায়ী নান্দু মিয়া (৫৫)কে ৪৫ পুরিয়া গাজা সহ আটক করা হয়েছে।
নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে শুক্রবার দুপুর ১২ টার দিকে তাকে উল্লেখিত এলাকা থেকে আটক করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের কার্য্যালয়ে হাজির করা হলে পরিচালিত মোবাইল কোর্টে ঘটনা উদ্ঘাটিত এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁকে ৫ শত টাকা নগদ অর্থদন্ড এবং ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।
নি এম/উত্তম
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com