কুড়িগ্রামের কচাকাটায় ছোট ২টি ব্রীজের অভাবে শত শত লোকজন চরম দূর্ভোগে পড়েছে।
নাগেশ্বরী উপজেলার গাবতলা বাজারের পার্শ্বে ডোমপাড়া প্রাম। এই গ্রামে প্রায় ৫শত লোকের বসবাস। এখানে প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ গ্রামবাসী জীবনের ঝুকি নিয়ে বাশেঁর সাকো পাড় হয়। এই সাকো পাড় হতে গিয়ে ইতিমধ্যেই দুর্ঘটার শিকার হয়েছেন অনেকেই।
অথচ সামান্য কিছু বরাদ্দ হলেই ভাঙ্গা ব্রীজ ২টি সংস্কার করা সম্ভব। গ্রাম বাসীদের অভিযোগ ইউপি চেযারম্যান আকমল হোসেনকে বার বার অনুরোধ করলেও কর্ণপাত করছেনা। সুধী সমাজ দ্রুত ব্রীজ সংস্কার করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com