শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
শনিবার, ৬ই আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
নির্বাচনী প্রচারে ত্রিপুরায় অমিত শাহ
প্রকাশ: ০৪:০০ pm ০৫-০১-২০২৩ হালনাগাদ: ০৪:০০ pm ০৫-০১-২০২৩
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


পূর্ব ভারতের বাংলাদেশঘেঁষা রাজ্য ত্রিপুরায় কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন। 

আজ বৃহস্পতিবার(৫ জানুয়ারি) দুপুর ১২টা নাগাদ ত্রিপুরার রাজধানী আগরতলায় পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দুটি রথযাত্রার উদ্বোধন করেছেন।

সাধারণত নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রচারকে আরও জনপ্রিয় করতে বিজেপি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রে রথযাত্রার আয়োজন করে। সেই উদ্দেশ্যেই ত্রিপুরায় আজ দুটি রথযাত্রার উদ্বোধন হয়েছে। তারপর ত্রিপুরার দুই প্রান্ত থেকে রথ নিয়ে দলের নেতা ও কর্মীরা পুরো রাজ্য সফর করবেন।

দুটি রথযাত্রারই উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১২টা নাগাদ, প্রথম যাত্রার সূচনা হয় উত্তর ত্রিপুরার ধর্মনগর অঞ্চলে। বেলা দুইটার দিকে অপর যাত্রাটি শুরু হইয়েছে দক্ষিণ ত্রিপুরার সব্রুম থেকে। এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘জনবিশ্বাস যাত্রা’।

দুই রথযাত্রার মাধ্যমে, ত্রিপুরাবাসীর কাছে সরকারের সাফল্য তুলে ধরবে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার। ২০১৮ সাল থেকে ত্রিপুরায় ক্ষমতায় রয়েছে ভারতীয় জনাতা পার্টি(বিজেপি)। 

২০২২ সালের মাঝামাঝি, তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করে কেন্দ্রীয় বিজেপি। দীর্ঘ সময় কংগ্রেস দলের সঙ্গে যুক্ত থাকা মানিক সাহা ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়ে মাত্র ছয় বছরের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী হন। বিষয়টি নিয়ে ত্রিপুরা বিজেপির মধ্যে ক্ষোভ রয়েছে। তবে গত এক বছর ক্ষমতায় থাকার সুবাদে দলের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ কিছুটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন মানিক সাহা। আজ অমিত শাহ যে যাত্রার সূচনা করেছেন, তা ৬০টি বিধানসভা কেন্দ্রের হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে। সব্রুমে রথযাত্রার সূচনা করে বৃহস্পতিবার বিকেলে আগরতলায় ফিরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

এইবেলাডটকম/মভশ

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71