নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার জিরতলি ইউনিয়ন এর দৌলতপুর গ্রামে সংখ্যালঘু পরিবারকে মধ্যযুগীয় কায়দায় নিযাতনের ঘটনা ঘটেছে! সামান্য কথা কাটাকাটি কে কেন্দ্র করে দুস্কৃতিকারীরা পেশী শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে হিন্দুদের বাড়িতে ঢুকে পরিবারটির উপর হামলা চালায়। হামলার মূল পরিকল্পনাকারী স্থানীয় মোঃ বাবুল ও তার ছেলেরা এবং অজ্ঞাতনামা কিছু ভাড়াটে সন্ত্রাসী!
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১:৩০ মিনিটে এই ঘটনা ঘটে।
জানা যায়, মোঃ বাবুলের ছেলে সন্ত্রাসী মোঃ জিসান এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। তার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলাও রয়েছে। ঘটনার পরেও সন্ত্রাসীরা বারবার প্রাণনাশের হুমকি দিয়েছে। হিন্দু পরিবারটি এখন নিরাপত্তা হীনতায় ভুকছে। এমনকি ঘটনার প্রমাণস্বরূপ ভিডিও করা মোবাইলটি ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
নি এম/