গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাতে বাস - অটোরিকশার সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাকঘর-মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার শিমু সরকার (২৪) ও শাকিল মিয়া (৩৫)। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ডাকঘর মাঝিপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। অটোরিকশাটি গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাওয়ার পথে ডাকঘর-মাঝিপাড়া এলাকায় ঢাকা থেকে গাইবান্ধাগামী শানেখোদা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়, এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ মশিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাকিলের ঠিকানা জানা যায়নি। বাকি দুজন স্বামী-স্ত্রী বলে ধারণা করা হচ্ছে।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com