চট্টগ্রাস্মে প্রথম টেস্টের পঞ্চম দিন সকালে দ্রুতই গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। সাকিব আল হাসানের লড়াইয়ের পরও ১৮৮ রানে ম্যাচ হেরেছে স্বাগতিকরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৫১৩ রানের লক্ষ্যমাত্রা ছিল। স্বাগতিক দল পঞ্চম দিনের প্রথম সেশনেই অলআউট হয়্যে যায়৩২৪ রানে। এই জয়ের সুবাদে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত।
৬ উইকেটে ২৭২ রান নিয়ে নতুন দিন শুরু করে বাংলাদেশ। কিন্তু ৫২ রান যোগ করে থেমে যায় স্বাগতিকরা।
অধিনায়ক সাকিব ঝোড়ো ব্যাটিং করছিলেন। সেঞ্চুরি পান কিনা, তৈরি হয়েছিল সেই কৌতুহলের। শেষ পর্যন্ত ১০৮ বলে ৮৪ রান করে ফেরেন তিনি। গত ৫ বছরে টেস্টে এটাই তার সবচেয়ে বড় স্কোর। সবশেষ ২০১৭ সালের আগস্টে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ৮৪ রানের ইনিংস।
সাকিবের ইনিংসটি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। আগের দিন ওপেনার জাকির হাসান ১০০ রান করেন, যা সর্বোচ্চ। এছাড়া নাজমুল হোসেন শান্ত খেলেন ৬৭ রানের ইনিংস।
ভারতের পক্ষে অক্ষর প্যাটেল সর্বাধিক ৪ উইকেট নেন। কুলদিপ যাদপের শিকার ৩ উইকেট। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। অবদান রাখেন ব্যাটিংয়েও। খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস। সুবাদে ম্যাচ সেরার পুরস্কারও তার হাতে উঠেছে।
প্রথম ইনিংসে ভারত ৪০৪ রান করেছিল। বিপরীতে বাংলাদেশ ১৫০ রানে গুটিয়ে যায়। বাংলাদেশকে ফলোঅনে করানোর সুযোগ থাকলেও ভারত তা করেনি। ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের সামনে ৫১৩ রানের পাহাড় লক্ষ্য দাঁড়ায়।
আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হবে দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com