'উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি' স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আলীর সঞ্চালনা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তৌহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, এছাড়াও উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি এনজিও সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com