কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সর উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও বিশেষ অতিথি ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সরওয়ার পারভেজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বিআরডিবি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী বেগম।
সভায় আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সফল যুব উদ্যোক্তা আলমগীর হোসেন, আশরাফুল আলম, খাদিজা বেগম প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান। এসময় ২৫ জন যুবককে প্রশিক্ষণ সনদ ও ২১ জনকে ঋণের চেক বিতরণ করা হয়।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com