বরিশাল প্রতিনিধি: নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে লাফিয়ে শামীমা নাসরিন ওরফে আশামনি (২৩) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
আশামনি রূপাতলী এলাকার সোহাগ ভিলার ভাড়াটিয়া পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার এনামুল হকের কন্যা ও নগরীর চাঁদমারীর এডভান্স ইন্সটিটিউট অব হেলথ এন্ড টেকনোলজীতে অধ্যায়নরত ছিলো।
জানা গেছে, আশামনি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেতু থেকে কীর্তনখোলা নদীতে লাফিয়ে পড়ে। নদীতে অবস্থানরত বালুবাহী জাহাজের শ্রমিকেরা মুর্মুর্ষ অবস্থায় আশামনিকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
সূত্রে আরও জানা গেছে, আশামনির স্বামী মোঃ মামুন ঢাকায় তিতাস গ্যাস কোম্পনীতে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন থেকে তাদের দাম্পত্য কলহ চলে আসছে।
এইবেলা ডটকম/কল্যান/এমকে/এসজি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com