বুধবার (৪ নভেম্বর) সকালে নিজ বাস ভবনে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদেরের দাবি, দেশে এ মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সংকট চরমে। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া-রুটির গণতন্ত্র? হাওয়া ভবনের গণতন্ত্র? নাকি রাতের বেলা কারফিউ জারির গণতন্ত্র? বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুড় আর আধাসের পানির মিশ্রণের মতো গণতন্ত্র। বিএনপি অবিরাম অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হঠানোর যে ঘোষণা তা কি তাদের গণতন্ত্র?’
নেতিবাচকতা, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় বিএনপি কী করেছে তাও জানতে চান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com