চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদে বিদ্যুতের খুঁটির সাথে পিকনিকের গাড়ির ধাক্কায় দুজন পর্যটক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রবিবার (১১ অক্টোবর) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও এলাকার হাসের দীঘির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি নোয়াখালী থেকে কক্সবাজার যাচ্ছিল। আজ ভোরে বাসটি ঈদগাঁও এলাকায় পৌঁছালে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং ১৭ জন যাত্রী আহত হয়েছেন।
এদিকে খবর পেয়ে উদ্ধার কাজ চালায় পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com