রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
রবিবার, ১৪ই বৈশাখ ১৪৩২
সর্বশেষ
 
 
বিশ্বের প্রথম 'ট্রাম লাইব্রেরি' কলকাতায়
প্রকাশ: ১০:৫৯ pm ২৩-০৯-২০২০ হালনাগাদ: ১০:৫৯ pm ২৩-০৯-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বাংলাদেশের প্রেক্ষাপটে ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা অনেকেই শুনেছেন। বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে এই ভ্রাম্যমাণ লাইব্রেরির ধারণা। কিন্তু প্রথমবারের মত 'ট্রাম লাইব্রেরি' পেতে যাচ্ছে কলকাতা। 

বুধবার কলকাতার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে খবরটি জানিয়েছে এনডিটিভি। 

পশ্চিমবাংলা ট্রান্সপোর্ট করপোরেশনের (ডব্লুউবিটিসি) ব্যবস্থাপনা পরিচালক রাজানভির সিং কাপুর জানিয়েছেন, এখানে সকল পর্যায়ের পাঠকদের আকৃষ্ট করতে সরকারি চাকরির পরীক্ষার বই থেকে শুরু করে ডব্লুউবিসিএস, জিআরই ও জিম্যাট-এর বই সহ সকল পর্যায়ের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বই থাকবে।

চলতি সপ্তাহের বৃহস্পতিবার উদ্বোধন করা হবে বিশ্বের প্রথম 'ট্রাম লাইব্রেরি' যা কলকাতার শ্যামবাজার থেকে শুরু করে এসপ্ল্যানেডে হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার পথে নিয়মিত চলবে।

ট্রামটির চলার পথে প্রায় ৩০টি বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কটিশ চার্চ কলেজ, হিন্দু স্কুল, হারে স্কুল এবং কলকাতা গার্লস স্কুল।

রাজানভির সিং বলেন, 'ডব্লুউবিটিসি'র ব্যবস্থাপনায় এই ট্রাম লাইব্রেরি কলকাতার ট্রাম সড়কে প্রদক্ষিণ করবে যেখানে বিশেষ একটি ট্রামে করে যাতায়াতের সময় বই ও ম্যাগাজিন পড়তে পারবে পাঠক।'

এই ট্রাম কারে ফ্রি ওয়াইফাই ব্যবস্থাও থাকবে, যার মাধ্যমে যাত্রীরা ট্রামে থাকা বইয়ের পাশাপাশি 'ই-বুক' পড়তে পারবে। এখানে থাকা ই-বুক নিয়মিত আপডেট করা হবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, ভবিষ্যতে এই ট্রাম লাইব্রেরিকে কেন্দ্র করে পাঠক সমাবেশ ও বইয়ের মোড়ক উন্মোচনসহ সাহিত্য উৎসবের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

১৯০২ সাল থেকে চালু হওয়া এই ট্রাম যাত্রীদের জন্য এটি যাত্রায় নবদ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71