ভাইযের সঙ্গে গ্রামের বাড়িতে ফেরার পথে গণধর্ষণের শিকার বোন।
বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আট’টা নাগাদ ভারতের বেতুল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ২৯ এপ্রিল রাত আট’টা ভাইয়ের সঙ্গে ওই কিশোরী গ্রামের বাড়িতে ফিরছিলেন। সেই সময় মোটরবাইক নিয়ে তাঁদের ধাওয়া করে সাত যুবক। সেখান থেকেই ওই ভাই-বোনকে অনুসরণ করতে শুরু করে ওই সাত দুষ্কৃতী।
এরপর একটি ফাঁকা জায়গায় দুজনকে আটকায় তাঁরা। পরে দাদাকে একটি কুঁয়োয় ছুড়ে ফেলে দেয় ওই দুষ্কৃতীরা। তারপর ওই তরুণীকে নির্জন জঙ্গলে টেনে নিয়ে গিয়ে প্রায় ৪ ঘন্টা ধরে ধর্ষণ করে দুষ্কৃতীরা। এরপর তরুণীকে সেখানেই ফেলে রেখে পালায় ধর্ষকরা। তরুণীর ভাই ভোররাতে ওই কুঁয়ো থেকে কোনওরকমে বের হতে পারেন। তিনিই স্থানীয়দের সাহায্যে পুলিশের দ্বারস্থ হন। তরুণীর ভাইয়ের দাবি, নির্জন এলাকা তার ওপর লকডাউনের জন্য তাঁদের চিৎকার কেউ শুনতে পাননি। বেতুলের পুলিশ সুপার ডিএস ভাদোরিয়া জানিয়েছেন, দুষ্কৃতী পাঁচজনের মধ্যে তিনজনই নাবালক।
উল্লেখ্য, লকডাউনের মধ্যে ভারতের মধ্যপ্রদেশে এই নিয়ে চারটি গণধর্ষণের ঘটনা ঘটল।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com