বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
বৃহঃস্পতিবার, ১৪ই চৈত্র ১৪৩০
সর্বশেষ
 
 
ভারতের নিখোঁজ পাঁচ যুবকের খোঁজ মিলল চীনে  
প্রকাশ: ১০:২১ pm ০৮-০৯-২০২০ হালনাগাদ: ১০:২১ pm ০৮-০৯-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


পূর্ব লাদাখের চীন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অরুণাচল প্রদেশের নিখোঁজ পাঁচ যুবককে নিয়ে শঙ্কা ক্রমশ বাড়ছিল। এ পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানালেন, ওই পাঁচজন চীনে আছেন এবং তাদের ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। 

মঙ্গলবার রিজিজু বলেন, ‘ভারতীয় সেনা যে হটলাইন বার্তা পাঠিয়েছিল, তাতে সাড়া দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তারা নিশ্চিত করেছে যে, অরুণাচল প্রদেশের নিখোঁজ পাঁচ যুবকের সন্ধান পেয়েছে তাদের বাহিনী। আমাদের কর্তৃপক্ষের কাছে তাদের তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

গত শুক্রবার জঙ্গলে একসঙ্গে শিকারে গিয়ে অরুণাচল প্রদেশের ভারত-চীন সীমান্তে উচ্চ সুবানগিরি জেলা থেকে পাঁচ যুবক নিখোঁজ হন। বাকি দুজন ফিরে এসে পরিবারকে জানান, সেরা-৭ (সেনার টহলদারি এলাকা, নাচোর ১২ কিলোমিটার উত্তরে অবস্থিত) থেকে পাঁচজনকে অপহরণ করে নিয়ে গেছে চীনা সেনা।  
সেই ঘটনার তদন্ত শুরু করে অরুণাচল প্রদেশের পুলিশ। অরুণাচল প্রদেশ সীমান্তে চীনা সেনার ছাউনিতে হটলাইনে বার্তা পাঠায় ভারতীয় সেনা। এরইমধ্যে সোমবার চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান মন্তব্য করেন, অরুণাচল প্রদেশকে কখনও ভারতের অংশ বলে স্বীকৃতি দেয়নি। একইসঙ্গে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিক) যে ঘটনার কথা বলছেন, সে বিষয়ে আমি জানি না।’

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই মন্তব্যের পর পাঁচ যুবককে নিয়ে উদ্বেগ আরও বাড়ে। সেইসঙ্গে যোগ হয় পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশের উত্তেজনা। সূত্র : হিন্দুস্তান টাইমস

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71