সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সোমবার, ১৫ই বৈশাখ ১৪৩২
সর্বশেষ
 
 
ভিয়েতনামে ভূমিধসে ১৪ জন নিহত
প্রকাশ: ১১:৪৩ pm ১৮-১০-২০২০ হালনাগাদ: ১১:৪৩ pm ১৮-১০-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


ভিয়েতনামের কোয়াং ত্রি প্রদেশে ভূমিধসে ১৪ সেনা নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রবিবার সকালে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ৮ জনকে খোঁজে পাওয়া যাচ্ছে না। দেশটির সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে বন্যার কারণেই এই ভূমিধস। এমনটাই জানিয়েছে ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভিএনএক্সপ্রেস নিউজ সাইটটের এক প্রতিবেদনে স্থানীয় কর্মকর্তা হা নাগোক ডুং বলেছেন, রাত ২টা থেকে চার থেকে পাঁচটি ভূমিধস হয়েছিল। এসময় বোমার মতো বিস্ফোরণ ঘটে। তখন মনে হয় পুরো পর্বতটি যেন ভেঙে পড়তে চলেছে।

দেশটির সরকার এক ফেসবুকে পোস্টে লিখেছে, ‘প্রাকৃতিক বিপর্যয়ে দুই জেনারেল এবং আরো বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাসহ এর আগে আমরা এত বেশি সামরিক সদস্যকে কখনোই হারাইনি।’

অক্টোবরের শুরু থেকে ভারী বৃষ্টিতে কারণে ভিয়েতনামের মধ্যাঞ্চলে কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন আশি জনের বেশি। কোয়াং ত্রি প্রদেশের নদীগুলোর পানি গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় উঠেছে। আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কারণে বন্যার পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71