ভৈরব উপজেলার ভাইস চেয়ারম্যান এবং যুবদলের সাধারণ সম্পাদক আল- মামুনকে বৃহস্পতিবার রাতে ঢাকার চকবাজার এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঢাকার চকবাজার এলাকার পুলিশ তাকে গ্রেফতার করে বলে তার পারিবারিক সূত্রে জানা যায়। পুলিশের ভয়ে তিনি ভৈরব থেকে পালিয়ে ঢাকার চকবাজারের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছিলেন।
চকবাজার থানা পুলিশ জানায়, আল- মামুন ভৈরবের যুবদলের একজন নেতা। বিএনপির গণসমাবেশে অংশ নিয়ে নাশকতা সৃষ্টির জন্য সে চকবাজারের একটি বাসায় আশ্রয় নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে থানায় একটি মামলা করা হয়েছে।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com