শনিবার, ০২ নভেম্বর ২০২৪
শনিবার, ১৮ই কার্তিক ১৪৩১
সর্বশেষ
 
 
মন্টে কার্লোতে শেষ চারে মারে-নাদাল
প্রকাশ: ০২:২৪ pm ১৬-০৪-২০১৬ হালনাগাদ: ০২:২৪ pm ১৬-০৪-২০১৬
 
 
 


স্পোর্টস ডেস্ক: মন্টে কার্লো ওপেন টেনিসে কোয়ার্টার ফাইনালে ভিন্ন ভিন্ন ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। সেমিতে যাবার পথে  স্প্যানিশ তারকা নাদাল হারান স্তান ওয়ারিঙ্কাকে। আর বৃটিশ তারকা মারের কাছে  হারেন মিলোস রাওনিক।

এই ট্রফিতে টানা আটবারের চ্যাম্পিয়ন নাদাল শেষ আটে দুর্দান্ত দাপট দেখিয়ে ৬-১ ও ৬-৪ সেটে জয় পান ওয়ারিঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে রাওনিককেও দাঁড়াতে দেননি মারে। ৬-২ ও ৬-০ সেটে ম্যাচটি জিতে নেন তিনি।

কিন্তু ক্লে কোর্ট বলে কথা। যেখানে এই কোর্টের রাজা বলা হয় নাদালকে। তাই শেষ চারের ম্যাচে মারের জন্য ম্যাচটি হয়ত একটু কঠিনই হবে।

 

এইবেলাডটকম/এআরসি

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71