২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন।
এই দিনটিকে বাংলাদেশের চলচ্চিত্র-সংস্কৃতির জন্য এক শোকাবহ দিন মনে করা হয়।
দিনটিকে ঘিরে এবার বিশেষ আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। তারেক মাসুদ স্মরণ ও চলচ্চিত্রগ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’র পাঠ-পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। আয়োজনটি ১২ আগস্ট বিকাল ৫টায় পাঠক সমাবেশের কাঁটাবন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
আদ্রির সঞ্চালনায় এই আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক মোহাম্মদ আজম, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, চলচ্চিত্র সমালোচক মনিরা শরমিন। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
আয়োজনটি সঞ্চালনা করবেন অদ্রি হৃদয়েশ।
কে এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com