শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
শুক্রবার, ২৬শে আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
মুশফিককে বিসিবির সম্মাননা
প্রকাশ: ০৩:২৬ pm ০৫-০৩-২০২২ হালনাগাদ: ০৩:২৬ pm ০৫-০৩-২০২২
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে একাদশে ফিরতেই এই মাইলফলক স্পর্শ করলেন এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটার।

ম্যাচের শুরুতে শততম টি-টোয়েন্টি খেলা উপলক্ষে মুশফিককে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের হাত থেকে এই স্মারক সংগ্রহ করেন মুশফিক।

বাংলাদেশের হয়ে সর্বপ্রথম মাহমুদউল্লাহ রিয়াদ টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলেছিলেন। বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক আজ খেলতে নেমেছেন নিজের ১১৫তম টি-টোয়েন্টি। মুশফিকের পরের স্থানে আছেন সাকিব আল হাসান। আজ নিজের ৯৬তম টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছেন দেশসেরা এই অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিক ৬ ফিফটিতে ১৪৬৫ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান মাহমুদউল্লাহর দখলে। এই ক্রিকেটার করেছেন ১৯৮১ রান। আর ১৯ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিবের (১৮৯৯) দখলে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71