আজকের শিশু আগামীর ভবিষ্যত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক কমিউনিটি ক্লিনিকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন করা হয়।
রবিবার (৪ অক্টোবর ) ক্যাম্পেইনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: রেজাউল করিম। "ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে ৪-১৭ অক্টোবর,২০২০ পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মো: রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি কুড়িগ্রাম সার্কেল উৎপল কুমার, এসিল্যান্ড রাজারহাট উপজেলা মোছাঃ আকলিমা বেগম, ওসি রাজারহাট মোঃ রাজু সরকার, রাজারহাট উপজেলার স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. শাহীনুর রহমান সরদার ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মী।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com