শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
শুক্রবার, ২৬শে আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
ধর্ম অবমাননার অভিযোগে
লালমনিরহাটে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা: আটক ৬
প্রকাশ: ০৩:০৫ pm ০৩-১১-২০২০ হালনাগাদ: ০৩:০৫ pm ০৩-১১-২০২০
 
লালমনিরহাট প্রতিনিধি
 
 
 
 


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দয়ের করা তিনটি মামলায় আরও ছয়জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। নতুন করে গ্রেপ্তার হওয়াদের নিয়ে এ সংখ্যা দাঁড়াল মোট ১৬ জনে।

সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

উল্লেখ্য, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর কেন্দ্রীয় মসজিদে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বৃহস্পতিবার শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে মেরে ফেলে বিক্ষুব্ধরা। পরে নিহতের লাশ পুড়িয়ে ফেলা হয়।

শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গত বছর চাকরিচ্যুত হওয়ার পরে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।

এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। নিহতের পরিবার, বুড়িমারী ইউনিয়ন পরিষদ ও পুলিশ বাদী হয়ে পৃথক পৃথকভাবে এ মামলা তিনটি দায়ের করে।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71