শনিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে। সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজের ডেকবিম বসানোর জন্য এই দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ।
সওজ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাওয়া এই ফুটওভার ব্রিজের কাজ গত মে মাসে শুরু হয়েছে জানিয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত মে মাসে ফুটওভার ব্রিজটি নির্মাণের কাজ শুরু হয়। আগামীকাল ডেকবিম তোলার পর ১৫ থেকে ২০ দিনের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে।’
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com