ব্রিটিশ সাময়িকী ইমপায়ার প্রকাশ করেছে‘সর্বকালের সেরা ৫০ অভিনয়শিল্পীর’ তালিকা। আর এ তালিকায় হলিউড তারকা আল পাচিনো, মরগান ফ্রিম্যান, ডেনজেল ওয়াশিংটন, মেরিল স্ট্রিপ, টম হ্যাঙ্কস, নাটালি পোর্টম্যানদের সঙ্গে একমাত্র ভারতীয় তারকা হিসেবে এ তালিকায় রয়েছেন ৫৭ বছর বয়সী এই অভিনেতা।
এক ইনস্টাগ্রাম পোস্টে শাহরুখ খানের ব্যবস্থাপক পূজা দাদলানি লিখেছেন, ‘ভারতের একমাত্র মানুষ, যিনি আমাদের সব সময় গর্বিত করেন।’ সাময়িকীটি লিখেছে, ‘চার দশকের ক্যারিয়ারে বহু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাঁর কোটি কোটি অনুসারী রয়েছে। অসামান্য নৈপুণ্য ও দক্ষতা ছাড়া এটা অর্জন করা যায় না। তিনি সব ঘরানার সিনেমায় স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন; এমন কিছু নেই যে তিনি পারেন না।’।
মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের পাঠান সিনেমা ২৫ জানুয়ারি সিনেমা হলে আসছে।
এইবেলাডটকম/বম
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com