শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
শনিবার, ৬ই আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
সনাতনীদের ধর্মীয় শিক্ষার জ্ঞান বিকাশে ''সনাতন বিদ্যাশিক্ষা'' বইটি একটি উদাহরন
প্রকাশ: ০৮:৫৩ pm ০১-০৮-২০২০ হালনাগাদ: ০৮:৫৩ pm ০১-০৮-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


ধর্মীয় শিক্ষার বিকাশ ঘটাতে ও জ্ঞান পিপাশু লোকের জ্ঞানের গভীরতা বাড়াতে এসে গেল ''সনাতন বিদ্যাশিক্ষা'' নামের এই ধর্মীয় বইটি। সনাতন ধর্মের জ্ঞানের অপার সমুদ্র থেকে কিছু কিছু নুড়ি পাথর সংগ্রহ করে আট মাসের শ্রম সাধনার ফসল এ ধর্মীয় বইখানা। ৬-৬০বছর বয়সের সনাতনীদের জন্য বিশেষ ভাবে ছাপানো বইটি আশা করি কিঞ্চিৎ হলেও মনে আশার সঞ্চার জাগাবে। সনাতন সেবা সংঘ, নড়াইলের মাধ্যমে বইখানা পাওয়া যাবে। বইটি পেতে যোগাযোগ করুন - ০১৭১৮০৩১২৮১ / ০১৬২৫৮৬৪৬৭৬ এই মোবাইল নম্বরে।

''সনাতন বিদ্যাশিক্ষা''বইটির বৈশিষ্টঃ
১) সনাতন ধর্মীয় স্কুলের ছেলেমেয়েদের জন্য অধিকতর উপযোগী
২) ৫০পৃষ্ঠার বইখানা সম্পুর্ণ রঙ্গীন ও দামি অপসেট পেপারে ছাপাকৃত
৩) বাংলাদশী ও ভারতের বিভিন্ন নামী দামি ও স্বনামধন্য ১৫জন লেখকের ১৫টি বইয়ের নির্যাস থেকে তৈরি হয়েছে।
৪) বেদ সার সংগ্রহ, উপনিষদ, গীতার বিভিন্ন রেফারেন্স সহ ব্যাখা দেওয়া আছে
৫) ধর্মীয় বিভিন্ন কুসংস্কার,অপব্যাখা ও অনুসন্ধিৎসু প্রশ্নের উত্তর পাওয়া যাবে
৬) সর্বাধিক দেবদেবী, অবতার, মহাপুরুষ ও মুণিঋষিদের ছবি সহ উপাখ্যান সন্নিবেশিত করা হয়েছে।
৭) হিন্দু মেয়েদের ধর্মান্তর রোধে ও লাভজিহাদের কুফল সম্পর্কে ব্যপকভাবে প্রচার করা হয়েছে।
সনাতন ধর্মের প্রচার বাড়াতে, ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষায় অগ্রসর করতে ও ''সনাতন বিদ্যাশিক্ষা'' বইটি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন। ০১৬২৫ ৮৬৪৬৭৬, ০১৭১৮ ০৩১২৮১ অথবা ইনবক্স করুন। পোষ্ট অফিস বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমেও বইটি পাওয়া যাবে।

সম্পাদনায়ঃ ইঞ্জিঃ সুখেন্দু মজুমদার

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71