সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি রাহেল মিয়াকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার ভুরকী বাজার থেকে বিশ্বনাথ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া রাহেলের বাড়ি বিশ্বনাথের ইসবপুর গ্রামে।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী জানান, গত ১ জুলাই রাতে দরিদ্র পরিবারের এক তরুণী দল বেঁধে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় তরুণী বাদী হয়ে ইসবপুর গ্রামের আনোয়ার মিয়া (৪০), সুজন মিয়া (৩০) ও শায়েস্তাবুর মিয়ার (৩০) নাম উল্লেখসহ অজ্ঞাত দুজনকে আসামি করে মামলা করেন।
নি এম/
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com