শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার, ৬ই বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা
প্রকাশ: ১০:৩৪ pm ২৬-০৬-২০২১ হালনাগাদ: ১০:৩৪ pm ২৬-০৬-২০২১
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান এস এম শফিউদ্দীন আহমেদ।

শনিবার (২৬ জুন) সকালে প্রথমে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যান নবনিযুক্ত সেনাপ্রধান। পরে শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন ।

সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। এরপর ১১টার দিকে স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তাদের সম্মানে সালাম প্রদর্শন করেন। একই সময় সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরবর্তীকালে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন নতুন সেনাপ্রধান। একপর্যায়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ১১টা ১০ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71