রাজধানী ধামরাইতে সিরামিক প্রস্ততকারক প্রতিষ্ঠানের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে ২ জন ্নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার কাউলিপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, কালামপুর এলাকার প্রতীক সিরামিকসের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা ৩ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ২ জন মারা যান এবং ১ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে প্রতীক সিরামিকসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) আকরাম হোসেন সরকার বলেন, '৪০ জন শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া এলাকা থেকে বাসটি কাউলিপাড়া-কালামপুর সড়ক হয়ে কারখানার দিকে আসছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। এতে ২ জন শ্রমিক নিহত হন। আরও অনেকে আহত হয়েছেন।'
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com