শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
শনিবার, ৬ই আশ্বিন ১৪৩১
সর্বশেষ
 
 
১ বিলিয়ন ডলার ছাড়াল 'অ্যাভাটার ২'
প্রকাশ: ০২:৩২ pm ০১-০১-২০২৩ হালনাগাদ: ০২:৩২ pm ০১-০১-২০২৩
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


হলিউড চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরনের বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দেওয়া চলচ্চিত্র 'অ্যাভাটার' এর সিক্যুয়েল 'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার'-এর আয় মাত্র ১৪ দিনেই ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২২ সালের দ্রুততম চলচ্চিত্র হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছে ।

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে মাত্র তিনটি চলচ্চিত্র ১ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পেরেছে। এগুলোর মধ্যে রয়েছে 'টপ গান: ম্যাভেরিক' (৩১ দিনে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে), জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন (৪ মাস লেগেছে বিলিয়ন ক্লাবে যোগ দিতে)। অন্যদিকে, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ৯টি চলচ্চিত্র বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ২০২১ সালে 'স্পাইডার ম্যান: নো ওয়ে হোম' মাত্র ১২ দিনে এই বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছিল। এরপর থেকে এখন পর্যন্ত 'অ্যাভাটার টু' সবচেয়ে দ্রুততম সময়ে এই রেকর্ড গড়তে পেরেছে।

এযাবতকালে চলচ্চিত্রের ইতিহাসে মাত্র ছয়টি চলচ্চিত্র মুক্তির প্রথম দুই সপ্তাহে ১ বিলিয়ন ডলার আয় করতে পেরেছে। ডিসেম্বরের মাঝামাঝিতে মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের 'অ্যাভাটার: ওয়ে অব ওয়াটার'। মুক্তির পর ছবিটি উত্তর আমেরিকায় ৩১৭.১ মিলিয়ন ডলার এবং বিদেশে ৭১২.৭ মিলিয়ন ডলার আয় করেছে; সব মিলিয়ে এটি ১.০২৫ বিলিয়ন ডলার আয় করেছে।

শুধু তাই নয়, নতুন বছরেও 'অ্যাভাটার ২' বিশ্বব্যাপী ভালো ব্যবসা করবে বলে ধারণা করা হচ্ছে। ৩৫০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটিকে প্রায় ২ বিলিয়ন ডলার আয় করতে হবে, যদিও বিশ্লেষকরা মনে করেন ছবি দেড় বিলিয়ন ডলারের মতো আয় করবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া 'অ্যাভাটার' ছিল তৎকালীন সিনেমা ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল ছবি; বিশ্বব্যাপী এটি ২.৯৭ বিলিয়ন ডলার আয় করেছিল। ১৩ বছর পর নতুন রূপে দর্শকের সামনে এসেছে এর সিক্যুয়েল। তবে মহামারি-পরবর্তী সময়ে হওয়ায় খুব সহজেই 'অ্যাভাটার ২' প্রথম ছবিটির মতো আয় নাও করতে পারে। তার ওপর চীনের মতো বিশাল একটি থিয়েট্রিক্যাল বাজার এখন নতুন করে করোনাভাইরাসের মুখোমুখি হচ্ছে। আর রাশিয়াতে এই সিনেমা মুক্তিই দেওয়া হয়নি।

'অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার'-এ অভিনয় করেছেন স্যাম ওর্দিংটন, জো সালদান, কেট উইন্সলেটের মতো তারকারা। 

এইবেলাডটকম/মভশ 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71