আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ঘ এবং চারুকলা অনুষদের চ ইউনিটের ভর্তি পরীক্ষা থাকছে না। কেবলমাত্র ক, খ ও গ ইউনিটে (বিজ্ঞান, কলা ও ব্যবসা) স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পুরনো নিয়মেই অনুষ্ঠিত হবে।
রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়। মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সভা শেষে উপাচার্য গণমাধ্যমকে বলেন, ‘উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে তিনটি গ্রুপ আছে (বিজ্ঞান, কলা, বাণিজ্য) ভবিষ্যতে সেগুলোকে বিবেচনায় নিয়ে তিনটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে। তবে এই ইউনিটগুলোর আলাদা আলাদা নাম থাকবে। যেখানে বিলুপ্ত হওয়া ঘ ও চ ইউনিটভুক্ত বিষয়গুলো থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার সংখ্যা এবং শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com