রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
রবিবার, ১৩ই মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
৭৫ কোটি মানুষকে টিকাকরণ করলো ভারত
প্রকাশ: ০৪:৫৭ pm ০৬-১০-২০২১ হালনাগাদ: ০৪:৫৭ pm ০৬-১০-২০২১
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


নয়া রেকর্ড করলো ভারত। দেশের মোট জনসংখ্যা ১৩৫ কোটি। তারমধ্যে এখনও পর্যন্ত ৭৫ কোটি মানুষকে করোনার টিকাকরণ করল ভারত। ভারত সরকারের তথ্য অনুযায়ী, সাড়ে ৫৬ কোটি মানুষ করোনার সিঙ্গেল ডোজ ভ্যাকসিন পেয়েছেন। অন্যদিকে, টিকার উভয় ডোজ পেয়েছেন ১৮ কোটির বেশি মানুষ। গোটা বিশ্বের মধ্যে এই দৃষ্টান্ত গড়ার জন্য ভারতকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

সরকারি তথ্য অনুযায়ী, ভারতে গত সাতদিনে দৈনিক ৭৭ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যা সরকার ঘোষিত লক্ষ্যমাত্রার তুলনায় দৈনিক প্রায় ৪৩ লাখ ডোজ কম। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৭ শতাংশ কম।

সোমবার টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য লিখেছেন, ‘অভিনন্দন ভারত! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানেই নয়া মাইলফলক পার করলো ভারত। সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানের উপর ভরসা করেই বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযান চালিয়েছে ভারত। স্বাধীনতার ৭৫তম বছরে দেশ ৭৫ কোটি ডোজ টিকাকরণ করে নতুন মাইলফলক পার করলো’।

তিনি আরও লিখেছেন, ‘এভাবে টিকাকরণ চললে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৪৩ শতাংশ মানুষকে টিকাকরণের আওতায় আনা যাবে।’

উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটির বেশি। এখনও পর্যন্ত করোনায় মারা গিয়েছেন ৪৪ লাখের বেশি মানুষ। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ২৬৯ জন।

নি এম/

 

 
 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71