রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
রবিবার, ১৪ই বৈশাখ ১৪৩২
সর্বশেষ
 
 
বিশ্বের সবচেয়ে বড় কার্পেট তৈরি হলো টিউলিপ দিয়ে
প্রকাশ: ০৬:৪৫ am ১৬-০৪-২০১৬ হালনাগাদ: ০৭:০০ am ১৬-০৪-২০১৬
 
 
 


আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তানবুলে টিউলিপ ফুল দিয়ে নির্মিত হল বিশ্বের সবচে' বড় টিউলিপ কার্পেট। বিভিন্ন রঙের প্রায় ৫ লক্ষ ৬৩ হাজার টিউলিপ  দিয়ে এই আকর্ষণীয় কার্পেট তৈরি করা হয়।

ইস্তানবুল সিটি কর্পোরেশন ঐতিহাসিক সুলতান আহমেদ স্কয়ারে ৭২৮ স্কয়ার মিটার স্থান নেয় এই কার্পেট। ১১তম টিউলিপ উৎসব উপলক্ষে এই কার্পেট বানানো হয়। প্রতি বছরের মত এই বছর ও এপ্রিল মাসে ‘সবচে' সুন্দর টিউলিপ’ নামে একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে তুরস্কের সংস্কৃতি, শিল্পকলা ও পর্যটন মন্ত্রণালয়।

এই ফটোগ্রাফি প্রতিযোগিতা চলবে আগামী ৩ মে পর্যন্ত। এই আয়োজনকে ঘিরে তুরস্কের পার্ক, রাস্তা-ঘাট, মসজিদের পাশ জুড়ে বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছে। ফুটে থাকা নানা রঙের ফুলে জুড়িয়ে যায় মানুষের মন, সুযোগ পেয়ে অনেকে সেলফি তুলতে ভুল করেন না ফুলের সঙ্গে। বর্ণিল সাজে প্রকৃতি সেজেছে সজীবতায়, বয়ে এনেছে যেন এক ভালোবাসার অনুভূতি ।  

 

এইবেলাডটকম/এআরসি

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71