eibela24.com
বুধবার, ২৮, অক্টোবর, ২০২০
 

 
বিয়ের পিঁড়িতে বসছেন জাদেজা
আপডেট: ০৭:১০ am ১৬-০৪-২০১৬
 
 


স্পোর্টস ডেস্ক: আইপিএল-এর ফাঁকেই বিয়েটা সেরে ফেলতে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা। আর এ কারনে শনিবারের ম্যাচে খেলবেন না তিনি। আজ মুম্বাইয়ের বিপক্ষে লড়বে গুজরাট। কিন্তু সেই ম্যাচে থাকছেন না দলের এই অল-রাউন্ডার। কারণ রবিবারই তিনি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী রিভা সোলাঙ্কির সঙ্গে। গুজরাট লায়ন্স দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের ম্যাচে খেলতে পারবেন না জাদেজা। দলের সঙ্গে মুম্বইয়ে যাননি তিনি। এটাও এখনও নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট পরের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ২১ এপ্রিল তাঁকে পাওয়া যাবে কি না।

আইপিএল-এর নতুন দল গুজরাত ভাল ফর্মেই রয়েছে। দুটো ম্যাচ ইতিমধ্যেই জিতে নিয়েছে। জাদেজা দলের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার। পুণের বিরুদ্ধে বল হাতে সাফল্যও এসেছে। কিন্তু যাই হোক, দলের তরফে খবর জাদেজার বিয়েতে অংশ নিতে মুখিয়ে রয়েছে পুরো গুজরাত লায়ন্স দল।

এইবেলা ডটকম/ এটি