eibela24.com
শনিবার, ০৭, ডিসেম্বর, ২০২৪
 

 
কোয়ার্টার থেকেই ফেদেরারের বিদায়
আপডেট: ০২:৩১ pm ১৬-০৪-২০১৬
 
 


স্পোর্টস ডেস্ক: মন্টে কার্লো ওপেনে জো-উইলফ্রেড সোঙ্গার বিপক্ষে প্রথম সেট জিতলেও পরের দুই সেট হেরে যান সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা ফেদেরার। আর তাই কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন তিনি।

সুইস তারকা ফেদেরার কোয়ার্টারের লড়াইয়ে সোঙ্গার কাছে ৩-৬, ৬-২ ও ৭-৫ গেমে হারেন। এ নিয়ে ক্যারিয়ারের ছয়টি ম্যাচে ফেদেরাররকে হারালেন ফ্রেঞ্চ তারকা সোঙ্গা।

এবারের মন্টে কার্লো ওপেনে আসরে এখন পর্যন্ত বেশ কয়েকটি অঘটন হয়েছে। শীর্ষ তারকা নোভাক জোকোভিচ ও স্তানিস্লাস ওয়ারিঙ্কা ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন । তবে নিজের নবম শিরোপার সামনে ভালোই এগিয়ে যাচ্ছেন স্প্যনিশ তারকা রাফায়েল নাদাল।

 

এইবেলাডটকম/এআরসি