eibela24.com
শনিবার, ২৬, সেপ্টেম্বর, ২০২০
 

 
তাজমহলে গিয়ে ডায়ানার অনুকরণে ছবি তোলেন ব্রিটিশ রাজ দম্পতি
আপডেট: ০৩:০৭ pm ১৬-০৪-২০১৬
 
 


আন্তর্জাতিক ডেস্ক: প্রেমের অদ্বিতীয় নিদর্শন তাজমহল পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও  কেট মিডলটন। তাজমহল দেখতে গিয়ে যে বেঞ্চের ওপর বসে লেডি ডায়ানা ছবি তুলছিলেন ২৪ বছর পর ঠিক সেই বেঞ্চের ওপর বসে ছবি তোলেন তার সন্তান ও পুত্রবধূ।

ভারত ও ভুটান সফরের শেষ দিনে আগ্রায় তাজমহল দেখতে যান উইলিয়াম ও কেট। প্রিন্স অব ওয়েলসের সঙ্গে বিচ্ছেদের কয়েকদিন আগে তাজমহলের এই বেঞ্চে একা বসে ছবি তুলেছিলেন ডায়ানা।

 

এইবেলা ডটকম/এডি