eibela24.com
শনিবার, ০৪, এপ্রিল, ২০২০
 

 
দামেস্কোতে বিমান ঘাঁটির সিরিয়ার নিয়ন্ত্রণে
আপডেট: ০৮:০৬ am ১৭-০৪-২০১৬
 
 


আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সেনাবাহিনী রাজধানী দামেস্কের কাছে অবস্থিত একটি বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।তাকফিরি দায়েশের বিরুদ্ধে সেনাবাহিনীর এটি সর্বশেষ সাফল্য বলে মনে করা হচ্ছে। সিরিয় সেনাবাহিনী গতকাল শনিবার বিকেলে তাকফিরি দায়েশের কাছ থেকে কৌশলগত আল-সিন বিমান ঘাঁটি পুর্নদখলে নিতে সক্ষম হয়েছে সিরিয়া নাউ সংবাদ মাধ্যম জানিয়েছে।

এছাড়া, সিরিয়া বাহিনী পার্বত্য কালামুন এলাকার পূর্ব অংশে অবস্থিত সাফা বিনোদন কেন্দ্র মুক্ত করতে সক্ষম হয়েছে। এদিকে, দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে অবস্থিত একটি গ্রামে সিরিয় সেনাবাহিনীর সঙ্গে তুমূল সংঘর্ষে ২০ জন সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের চারটি গাড়ি ধ্বংস হয়েছে।

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর-আয জোর প্রদেশে তাকফিরি দায়েশের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। সিরিয় বিমান বাহিনী হোমস প্রদেশে সদ্য মুক্ত প্রাপ্ত পালমিরার দক্ষিণ-পূর্বাংশে দায়েশের অবস্থানে বোমা বর্ষণ করেছে বলে জানা গেছে।

খবর: রেডিও তেহরান

এইবেলা ডটকম/এসবিএস