eibela24.com
শুক্রবার, ২৯, মার্চ, ২০২৪
 

 
যত কিছুই হোক পিছু হটবো না: অমিত শাহ 
আপডেট: ১২:১৪ pm ১৮-১২-২০১৯
 
 


দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যতই আন্দোলন গড়ে উঠুক, এ বিষয়ে পিছু হটবে না সরকার। 

মঙ্গলবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি প্রধান অমিত শাহ এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, প্রতিবেশী দেশের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য যা করা দরকার সবই করবে কেন্দ্র।

দিল্লির দ্বারকায় এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা কিছুই হোক না কেন, মোদি সরকার এই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া ও ভারতীয় হিসেবে গর্বিত হয়ে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করবে।

বিরোধী দল কংগ্রেস এই আইন সম্পর্কে মানুষের মনে ভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ।

তিনি বলেন, ‘আমি শিক্ষার্থী এবং মুসলিম ভাইবোনদের বলতে চাই, ভয়ের কিছু নেই। কেউ ভারতীয় নাগরিকত্ব হারাবেন না। এই আইন ওয়েবসাইটে রয়েছে সকলের পড়ার জন্য। আমরা বিশ্বাস করি ‘সব কা সাথ, সব কা বিকাশ'। কারও সঙ্গে অন্যায় হবে না।

নি এম/